আওয়ামী লীগ নেতাকে গুলি করে হেলমেট পরিহিত সন্ত্রাসী

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলগাও রেলগেট ও শাহজাহানপুর আমতলা মসজিদের মাঝামাঝি স্থানে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে পালিয়ে যায় অজ্ঞাত পরিচয় হেলমেট পরিহিত এক সন্ত্রাসী।

বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল আহাদ।

পুলিশ কর্মকর্তা আব্দুল আহাদ আরও জানান, ঘটনাস্থলে রিকশাআরোহী এক নারীও গুলিবিদ্ধ হয়। সন্ত্রাসীর পরিচয় পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সবুজবাগ জোনের সহকারী কমিশনার (এসি) মনতোষ বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছি আমরা। সিআইডি ক্রাইম সিনও ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে বিস্তারিত ঘটনা জানা যাবে।

নিহত টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক শাখার গভর্নিং বডির সদস্য তিনি। তার স্ত্রী ডলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাসায় ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুর্বৃত্ত। এতে তার গাড়িচালক ও তার গাড়ির পাশ দিয়ে যাওয়া এক কলেজছাত্রী গুলিবিদ্ধ হন।

এরপর রাত সোয়া ১১টায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম (৫৪) ও প্রীতি (২৪)। গুলিতে গাড়িচালক মুন্না (২৬) আহত হয়েছেন। তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।