মশার বিড়ম্বনায় বিব্রত মেয়র

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত নগরে মশার উৎপাত নিয়ন্ত্রণ সম্ভব হবে না বলে জানিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি। বুধবার (২৩ মার্চ) সকালে আন্দরকিল্লাহস্থ নগর ভবনে এ সংবাদ অনুষ্ঠিত হয়।

সভায় মেয়র বলেন, জলাবদ্ধতা প্রকল্পের জন্য অনেক খালে বাঁধ দেয়া হয়েছে। সেখানে পানি জমে আছে। ফলে মশার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।

মেয়র বলেন, মশা নিয়ে বিড়ম্বনায় আছি, সেটা অস্বীকার করবো না। কয়দিন আগে ৩৯ নম্বর ওয়ার্ডে একটা খালে পরিদর্শনে গিয়ে নিজে বিব্রত হয়েছি। বদ্ধ পানিতে ঢিল ছুঁড়ে মারার পর দেখলাম কোটি কোটি মশা উড়ছে।

এসময় মেয়র বলেন, দিনেও মশা, রাতেও মশা, তা অস্বীকার করবো না। তবে বাস্তবতা হচ্ছে জলাবাদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত তা নিয়ন্ত্রণ হবে না।

সংবাদ সম্মেলনে মেয়র দায়িত্ব পালনকালে নিজের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন।

নিজেকে কতটা সফল মনে করেন? এমন প্রশ্নে মেয়র বলেন, সাফল্য-ব্যর্থতা নিজে পরিমাপ করতে পারবো না। সেটা জনগণ করবে। তবে আমি নিরন্তর চেষ্টা করে গেছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, গিয়াস উদ্দিন ও আফরোজা কালাম।