হকার মার্কেট এ আগুন

চট্টগ্রাম নগরের জহুর হকার মার্কেটে আজ শুক্রবার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের নয়টি গাড়ি এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মার্কেটে কাপড়ের প্রায় কয়েক হাজার দোকান রয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে নয়টায় এই আগুন লাগে। খবর পেয়ে নয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

পূর্ব পাশে মসজিদের দিকে দোতলার একটা দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। আশপাশের কয়েকটি দোকানে সেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে এলেও ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে যাচ্ছেন। তখনো ধোঁয়া উঠছিল। আর দোকানিরা মালামাল উদ্ধারে ব্যস্ত ছিলেন।

হকার মার্কেটের ১৩ নম্বর গলির দোকানি আনোয়ার হোসেন বলেন, ‘শুক্রবার মার্কেট বন্ধ ছিল। কেউ কেউ দোকানে থাকলেও বেশির ভাগ বাড়ি চলে যান। এই অবস্থায় আগুন লাগে। খবর পেয়ে আমরা ছুটে আসি। তবে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন বাড়তে দেয়নি ফায়ার সার্ভিস।’

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার ঘটনাস্থলে জানান, আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে ক্ষয়ক্ষতি ও কারণ এখন বলা সম্ভব নয়।