পুলিশ সুপারের আশ্বাসে অনশন ভাঙলেন বৃদ্ধ

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জমি দখলমুক্ত করার দাবিতে অনশনে বসা বৃদ্ধ অনশন ভেঙেছেন। বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক রাত ১০টায় কাগজপত্র দেখে জমি দখলমুক্ত করার আশ্বাস দিয়ে ওই বৃদ্ধের অনশন ভাঙান।

ওই বৃদ্ধের নাম বেলায়েত হোসেন (৬৫)। তিনি পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া গ্রামের বাসিন্দা।

বেলায়েত হোসেনের অভিযোগ, পাথরঘাটা উপজেলার কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ির সামনে কাকচিড়া-লেমুয়া সড়কের দক্ষিণ পাশে তাঁর পৈতৃক সূত্রে পাওয়া জমি দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করছেন বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান। স্থাপনার নির্মাণকাজ শুরুর সময় সাংসদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সুরাহা পাননি তিনি। এ বিষয়ে পাথরঘাটা থানায় তিনি লিখিত অভিযোগও দিয়েছিলেন। কিন্তু ওই সমস্যার কোনো সমাধান না হওয়ায় তিনি নিরুপায় হয়ে ওই জমিতে স্থাপনা নির্মাণ বন্ধ ও দখলমুক্ত করার দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশনে বসেন।

পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক প্রথম আলোকে বলেন, ‘শনিবার বেলায়েত হোসেনকে তাঁর কাগজ নিয়ে আসতে বলেছি। যাচাই-বাছাই করে দেখে তাঁর অভিযোগের সত্যতা পেলে আমরা তাঁর জমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব।’

জমি দখলের বিষয় জানতে চাইলে সাংসদ শওকত হাচানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বেলায়েত হোসেন যেসব অভিযোগ করেছেন, তাঁর কোনো ভিত্তি নেই। আমি কেন তাঁর জমি দখল করতে যাব। তিনি থানায় অভিযোগ করেছেন, আমিও আমার কাগজপত্র থানায় ও জেলা প্রশাসক কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি। কিন্তু বেলায়েত হোসেন তো তাঁর কোনো কাগজপত্র থানায় দিচ্ছেন না। অনশনের বিষয়টি পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র।’