সীতাকুণ্ডে অভিযান

বুধবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ৪টি মামলায় ৪টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর অধীনে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মো. অহিদুল ইসলামকে ( ভূইয়া স্টোর) ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির দায়ে হারাধন চন্দ্র পালকে (দুলাল মিষ্টি ভাণ্ডার) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও চালে পাটজাত বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০২১’ এর অধীনে আশুতোষ পালকে ( চালের গুদাম) ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ সামছুন্নাহার স্বর্ণা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেছেন।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম বলেন, পবিত্র রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও বাজার মনিটরিংয়ের উদ্দেশ্যে সীতাকুণ্ড উপজেলার দারোগার হাটে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।