দেশে ফিরেছে ৩৭ দিন বন্দি থাকা ৬ জেলে

জেলা প্রতিনিধি, কক্সবাজার

মিয়ানমারে দীর্ঘ ৩৭ দিন বন্দি থাকা বাংলাদেশি ৬ জন জেলে ফেরত এসেছে। বুধবার (৯মার্চ) বেলা ১টার দিকে তাদের টেকনাফ জেটিঘাট দিয়ে বাংলাদেশ আনা হয় বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

ফেরত আসা বাংলাদেশি জেলেরা হলেন-টেকনাফ নোয়াখালী পাড়ার আবদু ছোবাহানের ছেলে আব্দুর রহমান, একই গ্রামের জাফর আহমদের ছেলে কেফায়েত উল্লাহ, নুর আহমদের ছেলে হামিদ উল্লাহ এবং টেকনাফ মিঠাপানির ছড়া গ্রামের হোছন আলীর ছেলে মো. তৈয়ব, একই গ্রামের মো. ছফরের ছেলে আব্দুর রশিদ ও আবু তালেবের ছেলে মো. মামুন।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশি ৬ জেলে ইঞ্জিনচালিত নৌকাযোগে সমুদ্রে মাছ ধরতে যান। সাগরে বোটের ইঞ্জিন নষ্ট হয়ে তারা ঢেউয়ের তোড়ে মিয়ানমার সমুদ্র উপকূলে চলে যায়।পরবর্তীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) তাদের আটক করে মিয়ানমার কারাগারে বন্দি রাখে।

তিনি আরও জানান, ফেরত আনা ৬ জেলেকে আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারে কাছে হস্তান্তর করা হবে।