বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। বৃহস্পতিবার তিনি এ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের স্বার্থে উভয় দেশের সুসম্পর্কের ওপর জোর দেন।

রাষ্ট্রদূত মিলার নভেম্বরের আঠারো তারিখে ঢাকায় পৌঁছান। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। সেখানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট ও ড্যান মজিনা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের সদস্য রাষ্ট্রদূত মিলার ১৯৮৭ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বাংলাদেশে নিযুক্ত হওয়ার আগে ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত বতসেয়ানায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন তিনি। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত তিনি কনসাল জেনারেলের দ্বায়িত্ব পালন করেন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। মিলার ওয়াশিংটন, সানফ্রান্সিসকো, মিয়ামি, বোস্টনেও কাজ করেছেন। মার্কিন দূতাবাসে দ্বায়িত্ব পালন করেছেন এল সালভাদর, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, ইরাক ও ইন্ডিয়ায়।

চলতি বছরের ১১ অক্টোবর মিলারকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার ঘোষণা দেয়া হয়।