নুসরাত’কে উৎস্বর্গ করে নতুন গান ‘আমাদের বোন নুসরাত’

স্কুল ছাএী নুসরাত অকালে ঝরে গেলো এক নরপশুর হিং¯্র থাবায়। পাষন্ড টিচার সিরাজদ্দেীলার কারনে একজন মেধাবী স্টুডেন্ট নুসরাত পৃথিবী ছেড়ে চলে গেলো। নরপিশাচ সিরাজদ্দেীলা সাজা ও বিচারের দাবীতে এবার তৈরি হয়েছে নতুন একটি গান। ‘আমাদের বোন নুসরাত’ শিরোনামের গানটি লিখেছেন আশিক বন্ধু। গানটির রেকর্ডিং গতকাল ইআরএমএস স্টুডিওতে শেষ হয়েছে। গানটিতে কন্ঠ দিয়েছেন চলচ্চিএ প্রযোজক ও গায়ক শামসুল আলম। সুর করেছেন এসডি লাল, সংগীত পরিচালনা করেছেন ইকরাম হোসেন। গানটি উইনার টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে আগামী সপ্তাহে। গানটিতে সহযোগী শিল্পী হিসেবে কোরাস গেয়েছেন আব্দুস সালাম ও তামজীদুর আব্বাসী। এরইমধ্যে অডিও ভিডিও কাজ শেষ হবে। কন্ঠশিল্পী শাসমুল আলম বলেন, ‘সামাজিক মানবিক দায়িত্ববোধ থেকে গানটি করেছি। নুসরাত আমাদের বোন। নরপিশাচের কারনে অকালে তার মৃত্যু মেনে নেওয়া যায়না। ভন্ড হুজুর টিচারের সাজা হোক. আগামীতে যেন কোন নুসরাত এভাবে প্রাল না হারায় এজন্য আমাদেও দাবী আমরা গানে গানে তুলে ধরছি। গীতিকার আশিক বন্ধু, ‘আমরা মানুষ, মানুষের জন্য কাজ করবো। তাই নুসরাতের ঘটনাটি আমাদেও কাঁদিয়েছে, আমাদেরকে নাড়া দিয়েছে। টিচার নামের ভন্ড বাজে স্বভাবের লোকের কারনে নুসরাতকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো- তা ভাবতেই আমাদের কষ্ট লাগছে। আমরা তাই গান নিয়ে বিচার ও ও সাজার দাবী জানাচ্ছি। আমাদের বোন আর কোন নুসরাত যেন এভাবে নরপশুর শিকার না হন।