গ্র্যান্ড সিকদার ও মোগল বিরিয়াণী হাউজকে ৯০হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বুধবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে মেয়াদ ও লেভেলবিহীন পণ্য ব্যবহার করে খাবার প্রস্তুত, পরিবেশন, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় জামালখানস্থ গ্র্যান্ড সিকদার রেষ্টুরেন্টকে মামলার রুজু পূর্বক ৬০হাজার টাকা, মোমিন রোডস্থ মোগল বিরিয়াণী হাউজকে ৩০হাজার টাকাসহ মোট ৯০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে জামালখান রোডে নির্দেশনা মোতাবেক বাংলা হরফে সাইনবোর্ড না থাকায় র‌্যাংকস ইমার্টকে ২হাজার, ডিউর অপটিক্যালকে ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন’র নেতৃত্বে কদমতলী, আইচ ফ্যাক্টরী রোডে নালা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা এবং রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১০ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩০হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করে।