দেউড়ি বাজারে ২২০ কেজি ওজনের ‘কৈ কোরাল’

২২০ কেজি ওজনের ‘কৈ কোরাল’। মাছটি নগরের কাজীর দেউড়ি বাজারে আনার পর থেকেই হইচই।

ছবি আর সেলফি তোলার ধুম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে মাছটির ছবি।
রোববার (২০ ফেব্রুয়ারি) মাছটি কক্সবাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকায় কিনে আনা হয় খুচরা বিক্রির জন্য। এত বড় মাছ কিনবে কে? এ রকম বড় মাছ কেটে কেজি হিসেবে বিক্রির অতীত অভিজ্ঞতার পথেই হাঁটছেন বিক্রেতা। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালেই মাছটি কেটে টুকরা টুকরা করে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতি কেজি মাছ ১২শ টাকায় ইতিমধ্যে ৮০ কেজির অগ্রীম অর্ডারও হয়ে গেছে।

‘সৈয়দ শাহ মাছ দোকান’র মো. রনি বলেন, দুই-তিন বছর আগে এ রকম বড় মাছ বিক্রির জন্য এনেছিলাম। এখন জেলেরা বড় মাছটি ধরে কক্সবাজারে এনেই আমাদের ফোন করে। আমরা মাছটি নিয়ে আসি। চট্টগ্রামে সামুদ্রিক বড় মাছের আলাদা টেস্টের কারণেই আলাদা কদর আছে, বিশেষ করে কাজীর দেউড়ি বাজারে।

তিনি জানান, এ ধরনের বড় মাছ অনেকে কিনে অনেকে আত্মীয়-স্বজনের কাছে উপহার পাঠান।