অবাধে চলাচল করছে ভটভটি, রেজিষ্টেশন বিহীন সিএনজি অটোরিক্সা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃচট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক সহ রাউজানের বিভিন্ন সড়কে চলাচল করছে অবৈধ ভাবে টমটম, লেগুনা, ব্যাটারী চালিত রিক্সা, রেজিষ্টেশন বিহীন সিএনজি অটোরিক্সা । অবৈধভাবে হাইওয়ে সড়ক সহ বিভিন্ন সড়কে টমটম, লেগুনা, ব্যাটারী চালিত রিক্সা, রেজিষ্টেশন বিহীন সিএনজি অটোরিক্সা চলাচল করায় প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা । সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে পথচারী, যানবাহনের যাত্রী । টমটম, লেগুনা, ব্যাটারী চালিত রিক্সা, রেজিষ্টেশন বিহীন সিএনজি অটোরিক্সা সড়ক দিয়ে চলাচলে সরকার নিষেধ করলে ও আইন শৃংখলা বাহিনীর সদস্য ও এলাকার কিছু ব্যক্তিদের চাদাঁ দিয়ে চালানো হচ্ছে টমটম, লেগুনা, ব্যাটারী চালিত রিক্সা, রেজিষ্টেশন বিহীন সিএনজি অটোরিক্সা। টমটম, লেগুনা, ব্যাটারী চালিত রিক্সা, রেজিষ্টেশন বিহীন সিএনজি অটোরিক্সা চালকদের কোন ড্রাইভিং লাইসেন্স নেই । গত ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার রাউজান উপজেলা পরিষদ হলে অনুষ্টিত রাউজান উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় সড়ক দিয়ে সরকারের নির্দেশ অমান্য করে সড়ক চলাচলকারী টমটম, লেগুনা, ব্যাটারী চালিত রিক্সা, রেজিষ্টেশন বিহীন সিএনজি অটোরিক্সা চলাচল বন্দ্বের জন্য অভিযান পরিচালনা করার নির্দেশ দেয় সভার প্রধান অতিথিরেলপথ মন্ত্রনালয় সর্ম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। ঐ সভায় রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন, ও রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আলম উপস্থিত ছিলেন। গত ১৬ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টার সময়ে চট্টগ্রাম কাপ্তাই সড়কের নোয়াপাড়া কমলার দিঘীর পাড় সংগ্লন্ন স্থানে লেগুনা ও সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যুবরন করেন রাউজানের বাগোয়ান ইউনিয়নের দেওয়ার পুর গ্রামের বাসিন্দ্বা প্রকৌশলী পাপর বড়ুয়া । পুর্বেই চট্টগ্রাম কাপ্তাই সড়ক ও চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক সহ রাউজানের বিভিন্ন সড়কে সড়ক দুর্ঘটনায় অনেক হতাহতের ঘটনা ঘটেছে । চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইউনুছ টমটম, লেগুনা, ব্যাটারী চালিত রিক্সা, রেজিষ্টেশন বিহীন সিএনজি অটোরিক্সা চলাচল বন্দ্ব করে সড়কে সড়ক দুর্ঘটনা বন্দ্বের দাবী জানান সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে ।