মিরসরাইয়ে ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মিরসরাইয়ে আলোচিত আবুল কাশেম মেম্বার হত্যা মামলার প্রধান আসামি বর্তমান ইউপি সদস্য বেলাল হোসেন কে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঐদিন দিবাগত মধ্যরাত ১টার দিকে মিরসরাই থানায় হস্তান্তর করে র্যাব। আটককৃত আসামিকে আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। আসামি বেলাল উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বেলালের নামে এর আগেও ডাকাতিসহ আরও একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তদন্তের জন্য আদালতে তার রিমান্ড চাওয়া হবে। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি রাতে উপজেলার শাহেরখালী খাল থেকে রক্তাক্ত অবস্থায় সাবেক ইউপি সদস্য আবুল কাশেমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ৩১ জানুয়ারি আবুল কাশেমের স্ত্রী বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১ জানুয়ারি সকালে এজাহারভূক্ত আসামিদের মধ্যে ৩ জন এবং জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাদের জেলহাজতে পাঠায়।