নবজাতকের দায়িত্ব নিয়েছেন নিঃসন্তান দম্পতি

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে যাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিয়েছেন নিঃসন্তান দম্পতি। প্রায় শতাধিক আগ্রহী বিভিন্ন ভাবে নবজাতকে পেতে আগ্রহ প্রকাশ করেন।

সেই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ আনুষ্ঠানিকভাবে এক নিঃসন্তান দম্পতির কাছে নবজাতককে তুলে দেন।

গত ১৩ ফেব্রুয়ারি রাতে বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার এক নারী আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়ের জন্ম দেন। এর কয়েক ঘণ্টা পর নবজাতকের মা এবং সঙ্গে আসা দুজন নারী নবজাতককে একা ফেলে চলে যান। পরে খবর পেয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ জুবায়ের আহমেদ নবজাতককে কোলে তুলে নেন। পরে গণমাধ্যমে বিষয়টি জানাজানি হলে শতাধিক মানুষ সেই নবজাতকের দায়িত্ব নিতে আবেদন করেন। পরে যাচাই বাছাই করে আনোয়ারা উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে নিঃসন্তান এক দম্পতির হাতে তুলে দেওয়া হয় সেই নবজাতককে।

ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, শতাধিক আবেদন যাচাই বাছাই করে এবং জেলা প্রশাসকের পরামর্শে নিঃসন্তান এক দম্পতির কাছে শিশুটি তুলে দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন প্রক্রিয়া শেষ করে শিক্ষিত, সচ্ছল ও নিঃসন্তান এক দম্পতির কাছে শিশুটিকে তুলে দিলাম। সুবিধাবঞ্চিত শিশু হিসেবে তার ভবিষ্যত চিন্তা করে ওই দম্পত্তির পরিচয় গোপন রাখা হয়েছে।