নন্দনকানন ইসকন মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

নিত্যানন্দ প্রভুর ৫৪৬তম শুভ আবির্ভাব তিথিতে ইসকন চট্টগ্রামের বিভাগীয় প্রধান কার্যালয় নন্দনকানন শ্রীশ্রী গৌর নিতাই আশ্রম ও শ্রীশ্রী রাধা মাধব মন্দির পরির্দশন করেছেন চট্টগ্রামে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সহকারী হাইকমিশনারকে অভ্যর্থনা জানান নন্দনকানন ইসকন মন্দিরের অধ্যক্ষ পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী ও নন্দনকানন ইসকন মন্দিরের যুগ্ম সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী।

তিনি ভগবানকে বিশেষ আরতি প্রদান করে প্রার্থনা করেন এবং মন্দিরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

 

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে নন্দনকানন ইসকন শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমে নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে ভোর সাড়ে ৪টায় মঙ্গলারতির মাধ্যমে শুরু হয়ে দিনব্যাপী কীর্তন মেলা, নিত্যানন্দ মহিমা আলোচনা, শ্রীশ্রী গৌর নিতাইর মহা-অভিষেক, ৩৫০ পদের রাজভোগসহ বিভিন্ন অনুষ্ঠানমালাসহ সহস্রাধিক ভক্তকে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

মহা-অভিষেকে পৌরহিত্য করেন সুবল সখাপ্রেম দাস ব্রহ্মচারী ও শচীদুলাল প্রেম সাগর দাস ব্রহ্মচারী। কীর্তন পরিবেশন করেন বিশিষ্ট কীর্তনীয়া ও চাঁদপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ জগদানন্দ পণ্ডিত দাস ব্রহ্মচারী।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর ড. রামেন্দু পারিয়াল, তারণ নিত্যানন্দ দাস ব্রহ্মচারী, অকিঞ্চন গৌর দাস ব্রহ্মচারী, অপূর্ব মনোহর দাস, নরহরি নিমাই দাস, সত্যতীর্থ দাস দাস, ডা. সুচারু গোপিনাথ দাস প্রমুখ।