বোয়ালখালীতে মাটি কাটায় ৫০হাজার টাকা জরিমানা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি কাটায় মধ্যম করলডেঙ্গার হাছান আহাম্মদের ছেলে আবু ছিদ্দিক (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি মাটি কাটার স্ক্যাভেটর জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখার আদেশ দেওয়া হয়। রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার। তিনি জানান, অবৈধভাবে পাহাড় ও জমির মাটি কেটে বসতবাড়ির ভিটে ভরাটের সময় আটককৃত আবু ছিদ্দিককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত মাটি কাটার স্ক্যাভেটরটি স্থানীয় করলডেঙ্গা ইউনিয়নে ২নং ওয়ার্ডের সদস্য আমিরুল ইসলামের জিম্মায় দেওয়া হয়েছে।