মেরিন একাডেমির ৫৬তম ব্যাচের ৩৫৯ জন নতুন ক্যাডেট বিশ্ব সমুদ্রে পদার্পণ করছেন

বাংলাদেশ মেরিন একাডেমির ৫৬তম ব্যাচের ৩৫৯ জন নতুন ক্যাডেট বিশ্ব সমুদ্রে পদার্পণ করছেন। এর মধ্যে ৩০০ জনের চাকরি দেশি-বিদেশি শিপিং কোম্পানি নিশ্চিত করেছে, বাকি ক্যাডেটদের চাকরি প্রক্রিয়াধীন।

৫৯ বছরে এ একাডেমি ৫ হাজার ৯০ জন ক্যাডেটকে প্রশিক্ষিত করেছে।
বর্ণিল আয়োজনে ৫৬তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ (মুজিববর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড) অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে মেরিন একাডেমিতে কুচকাওয়াজে প্রধান অতিথি ভিডিও কনফারেন্সে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশেষ অতিথি ছিলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

৫৬তম ব্যাচে নটিক্যাল শাখার ১৭২ জন, ইঞ্জিনিয়ারিং শাখায় ১৮৭ জন ক্যাডেটসহ ৩৫৯ জন ২ বছর মেয়াদি একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সম্পন্ন করেছে।

এ বছর সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে নৌ শাখায় নাদিম আহমেদ ও প্রকৌশল শাখায় এম নাজমুল হোসেন মাহমুদকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের রৌপ্যপদক দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ৫৬তম ব্যাচের ক্যাডেটদের মধ্যে সবক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্বের জন্য নাদিম আহমেদকে রাষ্ট্রপতি স্বর্ণপদকে ভূষিত করা হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে নৌ প্রতিমন্ত্রী পদক তুলে দেন দুই কৃতি ক্যাডেটের হাতে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশের অধিভুক্তির আওতায় ২০১৩ সাল থেকে মেরিন একাডেমি নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব মেরিটাইম সায়েন্স সম্মান কোর্স চালু করেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ব্যাচ এ কোর্স সম্পন্ন করেছে। এ ছাড়া প্রফেশনাল বিভিন্ন কোর্সসহ উচ্চতর প্রিপারেটরি কোর্স (ক্লাস ৩, ক্লাস ২) চলমান রয়েছে।

কুচকাওয়াজ অনুষ্ঠানে মেরিন একাডেমির ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।