নোয়াপাড়াকে মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা হিসাবে গড়েতে সকলের সহায়তা চাই

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহায়তা চাইলেন নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া ।

১২ জানুয়ারী শনিবার সকালে নোয়াপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চৌধুরী হাট এলাকায় স্থানীয় জনগনের সাথে উম্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া জনগনের সহায়তা কামনা করেন । নোয়াপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার সেকান্দর হোসেনের সভাপতিত্বে ও নোয়াপাড়া ইউনিয়নের সচিব শহিদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্টিত সভায় আরো বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, রাউজান নোয়াপাড়া পথের হাট ব্যবসায়ী কল্যান সমবায় সমিতির সাধারন সম্পাদক জসিম উদ্দিন,সাবেক ইউপি সদস্য আবুল কাসেম, শেখ আহম্মদ, বজল আহম্মদ, বর্তমান মেম্বার জাহাঙ্গীর সিকদার সুশিল দাশ, নুরুল ইসলাম, মাসুদ পারভেজ, তপন মল্লিক, খোরশেদ,সাংবাদিক শাহাদাৎ হোসেন সাজ্জাদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা ।