পূর্ব বাকলিয়া স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নির্দেশনায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষে বাকলিয়া থানার ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে নগরীর কালামিয়া বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. ইসহাক খান। এসময় তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের নিপীড়ন নির্যাতন করে ভোট ডাকাতির সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। কোন কারণ ছাড়াই যখন তখন নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। ৩৫ লক্ষ নেতাকর্মীর নামে লক্ষাধিক মামলা দেওয়া হয়েছে। কিন্তু এভাবে অত্যাচার করে তারা আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। এই সরকারের পতন হবেই। গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ত্যাগ তিতিক্ষা, দীর্ঘ আন্দোলন সংগ্রাম বৃথা যাবেনা। হামলা মামলা দিয়ে, গ্রেফতার নির্যাতন করে বিএনপিকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এদেশের মানুষকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান। স্বেচ্ছাসেবক দল নেতা মো. সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব হাজী মো. মুছা। বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন রনি, ইব্রাহিম সোহেল, মো. তুষার। বক্তব্য রাখেন সাইবার দলের আবদুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের হালিম আলম, মো. আলামিন, মো. সুমন, মো. হানিফ, মো. ইউনুছ, মো. ইমন প্রমূখ।