নগর বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল আলমকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম জাসাস নেতৃবৃন্দ।
চট্টগ্রাম জাসাস নেতৃবৃন্দ বলেন বিনা কারনে বিএনপি নেতৃবৃন্দদের মামলা আর জেল জুলুম করে জনগনের গণতান্ত্রিক অধিকার আদায়ের চলমান আন্দোলনকে সরকার কখনো দমিয়ে রাখতে পারবেনা। তারা অবিলম্বে সাইফুল আলম সহ বিএনপি’র সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান। বিবৃতি দাতারা হলেন, জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটি ও জাসাস চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক কমিটির (দক্ষিন)সদস্য, প্রখ্যাত সংগীত শিল্পী আব্দুল মান্নান রানা।নগর জাসাসের আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক নাট্যভিনেতা দোস্ত মোহাম্মদ, যুগ্ন আহবায়ক খন্দকার সাইফুল ইসলাম, সদস্য কন্ঠ শিল্পী মোঃ সেলিম ইকবাল,সংগীত শিল্পী মেহেদী হাসান,সাংবাদিক জাহেদ কায়সার,ম্যাজেসিয়ান মাইনুল ইসলাম, কবি ফরিদুল আলম মিল্লাত, মিনহাজ উদ্দীম সানি, মোঃ আবুল কালাম, মোঃ সফিউল আলম,নাজিম উদ্দীন,বেলাল আহম্মদ,ওমর আলী মুন,মাহমুদুল হাসান তিতাস,সংগীত শিল্পী নাহিদা আলম, আসমা পারভীন,নিগার সোহা, জেরিন আক্তার সানজু, নৃত্যশিল্পী নাহিদা আক্তার, ইসরাত জাহান উর্মী, প্রমুখ।প্রেস রিলিজ








