চসিকের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়েছেন প্যানেল মেয়র (১) আবদুস সবুর লিটন। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের কাউন্সিলর। চসিক মেয়র বীর মুক্তিযাদ্ধা এম রেজাউল করিম চৌধুরী পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশে বিদেশ গমনে তাঁর অনুপস্থিত সময়ের জন্য তিনি মেয়রের দায়িত্ব পালন করবেন। সিটি করপোরেশনের বিধান অনুযায়ী মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়র সেই দায়িত্ব গ্রহণ করেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম। এর আগে আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দেন। মেয়র দেশে ফিরে না আসা পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন আবদুস সবুর লিটন। দায়িত্ব গ্রহণ করে ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন জানান, মেয়র রেজাউল করিম চৌধুরী দেশে ফিরে না আসা পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন। একইসাথে সিটি করপোরেশনকে অনিয়ম ও দুর্নীতিমুক্ত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিকে ভারপ্রাপ্ত মেয়য়ের দায়িত্ব গ্রহণের পর আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্রায়ত এবিএম মহিউদ্দীন চৌধুরীর কবর জিয়ারত ও পুষ্পার্পণসহ চট্টলবীরের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে চসিক কার্যালয়ে এসে পৌঁছালে তাঁকে করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী এবং বিপুলসংখ্যক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণের পর আবদুস সবুর লিটন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে আবদুস সবুর লিটন বলেন, ‌‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার। তিনি যে আশা-প্রত্যাশা নিয়ে আমার উপর গুরুদায়িত্ব দিয়েছেন তা আমার জন্য বড় চ্যালেঞ্জ।’ চট্টগ্রামের উন্নয়ন অব্যাহত রাখার অঙ্গীকার করে মেয়র সবার কাছে দোয়া প্রার্থনা করেন। উল্লেখ্য, ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন নগরীর ২৫নং রামপুর ওয়ার্ডের ২ বারের নির্বাচিত কাউন্সিলর। গত সিটি করপোরেশন নির্বাচনে তিনি কাউন্সিলরদের ভোটে প্যানেল মেয়র-১ নির্বাচিত হন তিনি। সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী মেয়রের অনুপস্থিতিতে প্রথম প্যানেল মেয়র, প্রথম প্যানেল মেয়র না থাকলে দ্বিতীয়, দ্বিতীয় প্যানেল মেয়র না থাকলে তৃতীয় প্যানেল মেয়র ভারপ্রাপ্ত।