দারুল উলুম মাদ্রাসা জাতীয়করণ হবে: শিক্ষা উপমন্ত্রী

মাদ্রাসা শিড়্গাকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে দেশের মূলধারা শিড়্গার সাথে সম্পর্কিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলে অভিমত প্রকাশ করেছেন শিড়্গা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (এমপি)।
তিনি গতকাল দেশের প্রাচীনতম দ্বীনি শিড়্গা প্রতিষ্ঠান দারম্নল উলুম আলিয়া মাদ্রাসার ৬ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রসত্মর স’াপন অনুষ্ঠানে আয়োজিত শিড়্গক, শিড়্গার্থী ও অভিভাবক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরের বক্তব্য রাখেন।
এছাড়া প্রধান অতিথি দারম্নল উলুম আলিয়া মাদ্রাসার জাতীয়করণের বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে এবং মাদ্রাসার শিড়্গক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মাহবুবুল আলম ছিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আলহাজ সাহাব উদ্দিন আহমেদ, কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, শিড়্গা প্রকৌশলী অধিদপ্তর চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী মো জালাল উদ্দিন চৌধুরী, মাদ্রাসার অধ্যড়্গ মুহাম্মাদ মুহসিন ভূঁইয়া। আরো উপসি’ত ছিলেন চকবাজার থানার ওসি মো নিজাম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের লড়্গ্েয শিড়্গার বিকল্প নেই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই বিষয়টি উপলব্দি করে উন্নয়নের সিঁড়ি হিসেবে শিড়্গাকেই বেছে নিয়েছে। সরকারের গৃহীত সিদ্ধানেত্মর কারণেই দেশ শিড়্গা ড়্গেেত্র উত্তরোত্তর সাফল্য ও সফলতার দিকে এগিয়ে চলেছে। শিড়্গা ব্যবস’াকে ঢেলে সাজানোর নিমিত্তে সাধারণ শিড়্গার পাশাপাশি মাদ্রাসা শিড়্গার আধুনিকায়নে সব পদড়্গপে গ্রহণ করেছে। প্রতিটি মাদ্রাসায় আইসিটি ল্যাব চালু হচ্ছে। কম্পিউটার কোর্সকে বাধ্যতামূলক করা হয়েছে। মাদ্রাসা কাঠামোতে বিজ্ঞান ও কম্পিউটার শাখা চালু করা হয়েছে। স’াপিত হয়েছে মাদ্রাসা শিড়্গা অধিদফতর ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুষ্ঠু তদারকির মাধ্যমে পরিচালিত হচ্ছে উচ্চ শিড়্গা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ে সেশন জট কমিয়ে আনার লড়্গ্েয প্রতিষ্ঠানগুলোর নানামুখী উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। ইতিমধ্যে মাদ্রাসার শিড়্গার্থীদের জন্য স্পোকেন এ্যারাবিক কোর্স চালু করেছে। যাতে তাঁরা বিভিন্ন দেশে গিয়ে উচ্চ শিড়্গার পাশাপাশি কর্মজীবনে উন্নতির শিখরে প্রবেশ করতে পারে।