রাউজান প্রেস ক্লাবের অনুষ্টানে ফজলে করিম চৌধুরী এমপি
শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজান উপজেলায় ১৪টি ইউনিয়ন ও রাউজান পৌর এলাকায় ৪৭ জন অসচ্ছল মুক্তিযোদ্বাদের পাকা ঘর নির্মান করে দিচ্ছেন সরকার। প্রতিজন অসচ্ছল মুক্তিযোদ্বাকে ১৩ লাখ ৪০ হাজার টাকা ব্যায়ে পাকা ঘর নির্মান করে দেওয়ার কাজ শুরু হয়েছে । গতকাল ৯ ফেব্রুয়ারী বুধবার দুপুরে রাউজান প্রেস ক্লাবের সাংবাদিক কল্যান ট্রাস্টের সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী একথা বলেন। মুক্তিযোদ্বা বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে অসচ্ছল মুক্তিযোদ্বাদের পাকা ঘর নির্মান করে দেওয়া হচ্ছে । পুর্বেই প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওয়তায় রাউজানের হলদিয়া, ডাবুয়া, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ড, রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, কদলপুর, পাহাড়তলী ইউনিয়নের পাহাড়ী এলাকায় সরকারী খাসঁ জমি জবর দখল থেকে উদ্বার করে ৪শত ৮৮ জন ভুমিহীন পরিবারের জন্য ৪শত ৮৮ জন ভুমিহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের মধ্যে পুনঃবাসন করা হয় । ইতি পুর্বে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি জমি আছে ঘর নেই এইসব দরিদ্র পরিবারকে ৫০টি সেমিপাকা ঘর নির্মান করে দেয় । রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল একটি ঘর, রাউজান অফিসার্স ক্লাব একটি ঘর, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ একটি ঘর নির্মান করে দেয় দরিদ্র পরিবারকে । সর্ব মোট ৫৪ টি ঘর নির্মান করে দেওয়া হয় । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ও রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ বলেন, বর্তমানে আরো ৫০টি ভুমিহীন পরিবারকে পুনঃবাসন করার জন্য ৫০টি ঘর নির্মান করছেন আশ্রয়ন প্রকল্পের আওতায়।










