কক্সবাজারে এমপি কমলের কম্বল বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কক্সবাজার জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগসহ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দের মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
বুধবার (৯ ফেব্রæয়ারি) দুপুরে কক্সবাজার শহরের ডলফিন মোড়, ঈদগাহ ময়দান, লালদীঘির পাড় ও আলীর জাঁহাল এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্র। শেখ হাসিনা বাংলাদেশকে যে ভাবে উন্নয়নে এগিয়ে নিচ্ছেন, বিশ্ব নেতারা তা অবাক দৃষ্টিতে বাংলাদেশর দিকে থাকিয়ে আছে। তারা বাংলাদেশ থেকে শিক্ষা নিচ্ছে। এমপি কমল বলেন, ২০৩০ সালের মধ্যে আমরা মধ্যআয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি। ভারত-পাকিস্থানের চেয়ে আমরা এখন দ্বিগুণ ধনী ও উন্নতর দেশ। আমাদের এখন আর খাদ্য ঘাটতি নাই, আমরা এখন খাদ্য রপ্তানি করি। শেখ হাসিনা থাকলে মানুষের পেটে ক্ষিধে থাকবেনা, শীত লাগবেনা। শেখ হাসিনা থাকলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন চারগুণ বৃদ্ধি পাবে। শেখ হাসিনা থাকলে কক্সবাজারের মানুষ রেল দেখবে, কক্সবাজার বিমান বন্দর বিশ্বের অন্যতম আর্ন্তজাতিক বিমানবন্দর হয়ে যাবে। শেখ হাসিনা থাকলে কক্সবাজারের মানুষ হাসবে। কক্সবাজারের সর্বস্তরের মানুষকে শেখ হাসিনার পক্ষে থাকার আহবান জানিয়ে এমপি কমল কক্সবাজার জেলা যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
কম্বল বিতরণকালে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ নেতা বেন্টু দাশ, কুতুব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী মুন্না, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া প্রমুখ নেতৃবৃন্দ।