রাউজানে দুই মিষ্টির দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মিষ্টির দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে অভিযানটি পরিচালনা করা হয় উপজেলার সদর রাউজান ইউনিয়নের রমজান আলী চৌধুরী হাটে। জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে রমজান আলী হাটের প্রসিদ্ধ মিষ্টি তৈরী প্রতিষ্ঠান শ্যামা মিষ্টি বিতানের মালিক এন সি নাথকে ২০হাজার টাকা ও শাহান শাহ মিষ্টি বিতানের মালিক নাছির উদ্দীনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রট ও নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ জানান, অস্বাস্থ্যকর পরিবেশ ও খাওয়ার অনুপযোগী রঙ দিয়ে মিষ্টি তৈরীর অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় প্রাথমিকভাবে দুই দোকানীকে অর্থ দণ্ড দেওয়া হয়েছে। তাদের সতর্ক করা হয়েছে আগামীতে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত না হলে জেল ও জরিমানা সহ উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।