৪টি রেষ্টুরেন্টকে প্রায় ২লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার বিক্রয় করার জন্য মামলা রুজু পূর্বক নগরীর চকবাজারের কুটুমবাড়ী রেস্টুরেন্টকে ৭০ হাজার টাকা, চট্টগ্রাম মেডিকেলের পূর্ব গেইটের কেনটাকী রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা, ঝাল বিতানকে ২৫ হাজার টাকা, চমেক ৩য় শ্রেণীর স্টাফ ক্যান্টিনকে ৪৫ হাজার টাকা ও ডিলাক্স বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে নির্দেশনা সত্ত্বেও বাংলায় সাইনবোর্ড না লেখায় পাঁচলাইশ আবাসিক এলাকার ইউনি কেয়ার হেলথ সেন্টারকে ৫হাজার টাকা এবং রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৪ দোকানদেরকে ৪হাজার টাকা সহ সর্বমোট ১ লক্ষ ৯৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।