মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কারাগারে প্রেরণে নিন্দা

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া’র জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিন্দা

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলায় আজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর সে¦চ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।

এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী সরকার এখন ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন শুরু করেছে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয়
নেতাকর্মীদেরকে রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের করা বর্তমান আওয়ামী সরকারের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত হয়েছে। আর এই কর্মসূচি সফল করার লক্ষে
মানুষের ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা সহ গণতান্ত্রিক সকল অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে। দেশকে বিরোধী দল শূন্য করতে বিএনপি ও অঙ্গসংগঠন এর নেতাকর্মীদের বিরুদ্ধে কোন কারণ ছাড়াই মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে মিথ্যা ও গায়েবী মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ বর্তমান গণধিকৃত সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ। দেশ শাসনে নজীরবিহীন ব্যর্থতা ঢাকতেই সরকার বিএনপি নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রাখতে উন্মাদ হয়ে গেছে। তবে সরকারের সকল অপকর্ম ও অপশাসনের মূলোৎপাটনে জনগণের ক্ষোভ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সকল অপকর্ম ও দু:শাসনের জন্য বর্তমান সরকারকে জনগণের নিকট জবাবদিহিতা করতে হবে।
নেতৃদ্বয় আরোও বলেন, জিয়াউর রহমান জিয়া রাজপথের পরীক্ষিত সৈনিক। মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে রাজপথ থেকে তাকে দূরে রাখা যাবেনা। আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়ে সে প্রিয়নেত্রীর মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আবারো সক্রিয় হবেন।

নেতৃদ্বয় অবিলম্বে জিয়াউর রহমান জিয়া’র বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার পূর্বক নি:শর্ত মুক্তি দাবি করেন।