মুক্তিযোদ্ধা ফজলুল হক চেয়ারম্যানের সমাধিস্থল সরকারিভাবে সংরক্ষণ করা হবে

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম এ.কে ফজলুল হক চেয়ারম্যান-এর সমাধিস্থল সরকারিভাবে সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে জানিয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সমাধিস্থল সংরক্ষণের ব্যাপারে রাউজানের সাংবিধানিক অভিভাবক জননেতা এবিএম ফজলে করিম চৌধুরী আন্তরিক এবং এ বিষয়ে ইতোমধ্যে প্রাথমিক নির্দেশনা দিয়েছেন। গতকাল ৫ ফেব্রুয়ারি, শনিবার ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অবস্থিত রওশন আলী তালুকদার সার্বজনীন কবরস্থানে শায়িত মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হকের সমাধিস্থল পরিদর্শন এবং শ্রদ্ধাজ্ঞাপনকালে তিনি এসব কথা বলেন। ইউএনও রাউজান আরো বলেন, যে গ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তান একজন মুক্তিযোদ্ধা শায়িত আছেন সে গ্রামের মাটি পবিত্র। পবিত্র মাটির সন্তানরাই অন্যায়, অবিচারের বিরুদ্ধে ভূমিকা রেখে সমাজের জন্য ভালো কাজের সাথে নিবেদিত থাকেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিশিষ্ট সমাজসেবী লায়ন মোঃ আবদুস সালাম, ব্যবসায়ী লায়ন মোহাম্মদ এসকান্দর, মরহুমের অনুজ সমাজহিতৈষী এনামুল হক, সালামত আলী, আইন কলেজ ছাত্রলীগ নেতা কামরুল মিন্টু, তরুণ উদ্যোক্তা নোমান তালুকী, অনলাইন এক্টিভিস্ট ইফতেখার ইফতি, মো. আবদুর রহিম প্রমুখ। পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মরহুমের সুযোগ্য সন্তান লেখক-সাংবাদিক শওকত বাঙালি।