মানব সেবায় ধর্মের মূল ব্যাখ্যা- আ জ ম নাছির উদ্দীন

বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ, চট্টগ্রাম আইন কলেজ শাখার উদ্যোগে শ্রী শ্রী বাণী অর্চ্চনা-২০২২ উপলক্ষে আজ ৫ ফেব্রæয়ারি শনিবার সকালে চট্টগ্রাম জে এম সেন হল প্রাঙ্গনে বাণী বন্দনা ও সুবিধা বঞ্চিত ছাত্রদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণসহ দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেক ধর্মের মূল ব্যাখ্যা হচ্ছে মানব সেবা। মানবের মাঝেই আল্লাহ-ঈশ্বরের অধিষ্ঠান রয়েছে। ধর্মীয় আচার অনুষ্ঠানকে উপলক্ষ করে সমাজের সুবিধা বঞ্চিত, অস্বচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করাই হচ্ছে প্রকৃত ধর্ম। বিদ্যার দেবী স্বরস্বতীর পূজা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। স্বরস্বতী পূজা উপলক্ষে সরকারের পক্ষ থেকেও বিভিন্ন পর্যায়ে নানামুখী অনুষ্ঠান পালিত হচ্ছে। এই অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আন্তরিক অংশগ্রহণ করছে। সবার সার্বজনীন অংশগ্রহণের মাধ্যমে আমাদের প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান হয়ে উঠুক প্রাণময় প্রাণোচ্ছল- এই কামনা করছি। ছাত্র যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম আইন কলেজ শাখার সভাপতি শান্তনু ত্রিপাটির সভাপতিত্বে অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অস্মিত চক্রবর্তী অমিত। বাণী অর্চ্চনা সংসদ-২০২২’র আহবায়ক জিকু দে ও সদস্য সচিব সুমিত চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় পরিষদের কার্যকরী সদস্য এডভোকেট চন্দন কুমার তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট চন্দন বিশ্বাস,মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জি, চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মেলন পরিষদের সভাপতি এড. অনুপম চক্রবর্তী, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি নিতাই চন্দ্র দাশ, মহানগর পূজা পরিষদের সহসভাপতি বিপ্লব চৌধুরী, পরিষদ কর্মকর্তা এড. নটু চৌধুরী, এড.নিখির কুমার নাথ,এড. তপন কুমার দাশ, মহিলা সম্পাদিকা রাধারাণী দেবী টুন্টু, এড.দীপক চন্দ্র নাথ, এড. বিবেকানন্দ চৌধুরী , এড. টিপু শীল জয়দেব, অপরেশ দাশ,নিউটন দে, এড. শান্তনু রায়, বিশ্বজিত রায়, সাজু চৌধুরী, অসীক দত্ত, বিটু মুহুরী, সৌরভ দাশ, বিশ্বজিত চৌধুরী, টিসু দে,আদিত্য সৈকত, রুবেল নাথ, রুমেল শীল, রাজীব পাল কাব্য, অসীম তালুকদার, এ্যানি গুপ্তা, অনিক নাথ (আদিত্য)সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।