নগরীর ইপিজেড ও পতেঙ্গায় পৃথক অগ্নিকাণ্ডে ১৪ দোকান ও ৮ ঘর ক্ষতিগ্রস্থ

নিজস্ব প্রতিবেদক:
নগরীর ইপিজেড থানা বন্দরটিলা এলাকায় বাহাদুর শাহ কলোনী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহম্মদ।
তিনি বলেন, আজ(০৫ফেব্রুয়ারী) শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়।
৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে মার্কেটের ১৪টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে কাপড়ের দোকান ও মুদির দোকান ছিল বলে স্থায়ী দোকানদারগণ প্রতিবেদক কে জানিয়েছেন।
পতেঙ্গা মশার কয়েল থেকে আগুন:
এদিকে পতেঙ্গাস্থ স্টিল মিল বাজারের সন্নিকটে (আরাফাত গলি) মুন্না-আজাদ কলোনীতে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ কক্ষ পুড়েছে বলে কেইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মোঃ কামরুল হাসান জানিয়েছেন।
তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি বলে এই সিনিয়র অফিসার জানান।
শনিবার সকাল সাড়ে ৬টা দিকে মুন্না-আজাদ কলোনীর বাসিন্দারা কাজে যাওয়ার সময় একটি কক্ষে ধোয়াঁর মতো দেখলে হঠাৎ লেপ-দোষকে আগুনের কুন্ডি ছড়িয়ে পড়ে আশ-পাশের কক্ষ গুলোতে আগুন লাগে।
এতে মূহত্বেই ৭/৮টি কক্ষে ছড়িয়েছে বলে ভাড়াটিয়া নুর উদ্দিন, হারুণ ও সুরাইয়া আক্তার সংবাদ মাধ্যম কে বলেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন আনে। এসময় সেখানে নিকটস্থ পতেঙ্গা থানা পু