গহিরায় দাইয়্যার ঘাটা এলাকায় অবৈধভাবে কৃষি জমি ভরাট

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সরকার কৃষি জমি রক্ষায় কৃষি জমি ভরাট করে কোন স্থাপনা নির্মান না করার নির্দেশনা দেয় । রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ও রাউজানে কোন কৃষি জমি ভরাট ও কৃষি জমি থেকে মাটি খনন না করার জন্য রাউজান উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কঠোর নির্দেশ প্রদান করেছেন ।রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী কৃষি জমি ভরাট ও কৃষি জমি থেকে মাটি খনন করা হলে তাদের বিরুদ্বে কঠোর ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দেয় প্রশাসনকে । মাঝে মধ্যে কিছু কিছু এলাকায় কৃষি জমিতে মাটি ভরাট করে ভবন নির্মান করার সময়ে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি কৃষি জমি ভরাট কাজে বাধা দিলে ও বর্তমানে প্রশাসন সর্ম্পুণ নিরবতা পালন করছেন । প্রতিদিন রাত থেকে ভোর রাত পর্যন্ত সময়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, শহীদ জাফর সড়ক, ডাবুয়া রাবার বাগান সড়ক, অদুদিয়া সড়ক. চিকদাইর নোয়াজিশপুর সড়ক সহ রাউজানের বিভিন্ন গ্রামীন সড়ক দিয়ে রাউজানের পাহাড়ী এলাকা থেকে পাহাড়ী জমি ও কৃষি জমি থেকে খনন করা মাটি শত শত ড্রাম ট্রাক ভর্তি করে নিয়ে গিয়ে রাউজানের বিভিন্ন এলাকায় কৃষি জমি ও জলাশয় ভরাট করছে সংঘবদ্ব্ একটি দল । রাউজানের কদলপুর ইউনিয়নের কদলপুর সিকদার পাড়া, রাউজানের গহিরা দলই নগর, রাউজান পৌরসভার ৪ নং ওয়ার্ডের দাইয়্যার ঘাটা এলাকায় গত কয়েকদিন ধরে কৃষি জমি মাটি ভরাট করে ভবন নির্মানের জন্য তৈয়ারী করা হচ্ছে । রাউজান পৌরসভার ৪ নং ওয়ার্ডের দাইয়ৗার ঘাটা চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে জলাশয় মাটি ভরাট করা হলে ও সড়ক দিয়ে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারা প্রতিনিয়ত চলাচল করলে ও তারা নিরবতা পালন করে আসছে । রাউজানের ৪ নং গহিরা ইউনিয়নের পুর্ব দলই নগর অদুদিয়া সড়কের পাশে কৃষি জমি মাটি ভরাট করে পাকা ভবন নির্মান করছেন লিটন নামের এক ব্যক্তি । লিটন কৃষি জমি মাটি ভরাট করে পাকা ভবন নির্মানের কাজ করলেও গহিরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বাশি ও স্থানীয় ইউপি মেম্বার সাহাবুউদ্দিন লিটনকে ভাদা দেয়নি । গতকাল ৪ ফেব্রুয়ারী শুক্রবার অদুদিয়া সড়ক দিয়ে গহিলা দলই নগরের একটি অনুষ্টানে যাওয়ার পথে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী কৃষি জমি মাটি ভরাট করে ভবন নির্মান কাজের দৃশ্য চোখে পড়ে । ঐ সময়ে স্থানীয় ইউপি মেম্বার সাহাবুউদ্দিনকে ডেকে এনে কৃষি জমি মাটি ভরাট বন্দ্ব করার নির্দেশ দেয় রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী । এ ব্যাপারে গহিরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বাশিকে ফোন করে জানতে চাইলে, চেয়ারম্যান নুরুল আবছার বাশি বলেন, তিনি অসুস্থ চিকিৎসাধীন আছেন । স্থানীয় মেম্বার সাহাবুউদ্দিনকে কৃষি জমি ভরাট বন্দ্ব করার জন্য ফোন করে বলা হয়েছে । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ বলেন, কোন কৃষি জমি ভরাট করা যাবেনা । কেউ কৃষি জমি ভরাট করা হলে তাদের বিরুদ্বে আইনগতঃ ব্যবস।থা নেওয়া হবে ।