সন্ত্রাসী হামলায় যুবক আহত

নগরীর মুহাম্মদপুর এলাকায় সন্ত্রাসীর হামলা আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন আবুল হাশেম নামক এক যুবক।

আহত যুবকের নাম আবুল হাশেম (৪০)। তিনি মুরাদপুর এলাকার আবুল কাশেমের ছেলে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন।
আহত যুবক আবুল হাশেম বলেন ঘরে ফেরার পথে সন্ত্রাসী সাইফুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।

এতে তিনি শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন।

বর্তমানে তিনি হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।