সিডিএ ৬ জন বোর্ড সদস্য নিয়োগ

তিন বছরের জন্য সাবেক দুইজনসহ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৬ জন বোর্ড সদস্য নিয়োগ পেয়েছেন। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৬ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ এর ৬ (১) (ড) ও ৫ (২) ধারাবলে সরকার নিম্নবর্ণিত ৬ জন ব্যক্তিকে তিন বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করলেন।

নিয়োগপ্রাপ্ত বোর্ড সদস্যরা হলেন- সিডিএ’র সাবেক দুই বোর্ড সদস্য জসিম উদ্দীন শাহ ও স্থপতি আশিক ইমরান। নতুন চার সদস্য হলেন: রাঙ্গুনিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. আলী শাহ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো.ফারুক, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মুনির উদ্দিন আহমদ এবং মহিলা সদস্য সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রামের সমন্বয়ক জিন্নাত সোহানা চৌধুরী।

সদ্য সাবেক ছয় বোর্ড সদস্য মো.জসিম উদ্দিন, মো.জসিম উদ্দিন শাহ, কেবিএম শাহজাহান, স্থপতি আশিক ইমরান, এম আর আজিম, রুমানা নাসরীন এর মধ্যে মো. জসিম উদ্দিন শাহ ও স্থপতি আশিক ইমরান পুনরায় বোর্ড সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

সিডিএ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর সিডিএ’র ৬ বোর্ড সদস্যের মেয়াদ শেষ হয়। ফলে গত তিন মাসের বেশি সময় ধরে কোনও বোর্ড সভা করতে পারেনি সিডিএ। প্রকল্পের নকশা পরিবর্তন, ভূমি অধিগ্রহণের চেক ইস্যুসহ বোর্ড সভার অনুমোদন পাওয়া সাপেক্ষে সিডিএ’র বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও ফাইল আটকে আছে।