নানা অপরাধে জড়িয়ে যাচ্ছে কাপ্তাই সড়কে চলাচলকারী বেশ কিছু সিএনজি

ফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কে প্রতিদিন চলাচল করছে সিএনজি অটোরিক্সা । কাপ্তাই সড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সার মধ্যে অধিকাংশ সিএনজি অটোরিক্সার কোন রেজিষ্টেশন নেই, নেই চালকের লাইসেন্স । আইন শৃংখলা বাহিনীর কতিপয় কর্মকর্তাদের মাসোহারা দিয়ে চলাচল করে অবৈধ ভাবে রেজিষ্টেশন বিহীন সিএনজি অটোরিক্সা । সড়কে চলাচল কারী সিএনজি অটোরিক্সা দিয়ে মাদক পাচারকারীরা মাদক পাচার, সন্ত্রাসীরা ছিনতাই, চুরি, হত্যাকান্ড সংগঠিত করে আসছে । গত ২০২১ সালের ১৯ নভেম্বর রাউজানের পুর্ব গুজরা ইউনিয়নের সিকদার ঘাটার দক্ষিন পাশে রাউজান নোয়াপাড়া সড়কের পাশে কক্সবাজার জেলার আমেনা বেগম প্রকাশ শারমিন নামের এক তরুনীকে হত্যা করে তাল লাশ ফেলে দেয়া হয় । পরে রাউজান থানার পুলিশ তদন্ত করে হত্যাকান্ডের সাথে জড়িত প্রেমিক নুরুল ইসলাম প্রকাশ বাদমা সিএনজি অটোরিক্সা চালক মেহেরাজ প্রকাশ মিরাজ সহ তিনজনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় । গত ১৫ জানুয়ারী রাত সাড়ে এগারটায় পশ্চিম গুজরা ইউনিয়নের গুজরা শ্যামাচরন উচ্চ বিদ্যালয় পাশে কালিপুকুর পাড়ে রাউজান নোয়াপাড়া সড়কে শুব হোসেন সৌরভ নামে এক কিশোরকে মুখোশ ধারীরা ছুরিকাঘাত করে। ছুরিকাঘাত কারী মুখোশধারী সন্ত্রাসীরা সিএনজি অটোরিক্সায় করে আসেন ও ছুরিকাঘাত করে সিএনজি অটোরিক্সায় করে পালিয়ে যায় । গত ৩০ জানুয়ারী সন্দব্যা সাড়ে ৬ টার সময়ে একই স্থানে রাজিব নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নৌয়ার চেষ্টা করে। রাজিব শোর চিৎকার করলে এলাকার লোকজন দৌড়ে আসলে সন্ত্রাসীরা সিএনজি অটোরিক্সায় করে পালিয়ে যায় । গত ৩১ জানুয়ারী সোমবার রাতে সাড়ে ১১ টার সময়ে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়াকে তার বাড়ীর সামনে সড়কে গুলি করে হত্যার প্রচেষ্টা চালায় । সন্ত্রাসীদের গুলি লক্ষ্যভ্রষ্ট হলে চেয়ারম্যান বাবুল মিয়া প্রাণে রক্ষা পায় । ঘটনার পর এলাকার লোকজন দৌড়ে এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় । সন্ত্রাসীদের ব্যবহৃত সিএনজি রেজিষ্টেশন বিহীন সিএনজি অটোরিক্সা ঘটনাস্থল থেকে আটক করে। নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়াকে হত্যার প্রচেষ্টার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি । রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন বলেন, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়াকে হত্যার প্রচেষ্টার ঘটনার ব্যাপারে চেয়ারম্যান বাবুল মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে রাউজান থানায় মামলা দায়ের করেছেন । আটক সিএনজি অটোরিক্সা কোন রেজিষ্টেশন নম্বর নেই। আটক সিএনজি অটোরিক্সার মালিক কে ও ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।