চেয়ারম্যানকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ, মামলা দায়ের

শফিউল আলম, রউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া (৪৫)। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া বাদি হয়ে অজ্ঞাত ৭/৮জনকে আসামী করে মামলা দায়ের করেন। তবে জড়িত কাউকে শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর আগে মঙ্গলবার বিকেল ৩টায় রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের ব্যানারে   ও প্রতিবাদ সামাবেশে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও জড়িতদের শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে না পারায় নেতার্মীদের মাধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া নোয়াপাড়া পথের হাট থেকে বাড়ি ফেরার পথে তার নিজ বসতঘর থেকে ২৫০ মিটার দূরে তার সিএনজি চালিত অটোরিকশার গতি রোধ করে হত্যার উদ্দেশে গুলি চালানো হয়। দৃর্বত্তরা হত্যার উদ্দেশে গুলি চালালেও লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান বাবুল মিয়া। ওই ইউপি চেয়ারম্যান কর্তমানে নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক ও ৪নম্বর ওয়ার্ডের শান্তি বাপের বাড়ির আমজু মিয়ার ছেলে। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকাশা, একটি চাপাতি, একটি রাম দা ও একটি ছোরা উদ্ধার করা হয়। যেহেতু গুলি করে হত্যা চেষ্টার অভিযোন আনা হয়েছে সেহেতু গুলির খোসা পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খোসা বা কার্তুজ পাওয়া যায়নি। ৭/৮জনকে অজ্ঞাতনামা আসামী করে হত্যা চেষ্টা মামলা রুজু হয়েছে। এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, হত্যা চেষ্টার ঘটানায় মামলা হয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।