কারাবন্দিদের জন্য টেলিভিশন প্রদান করলেন নওফেল

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন শিক্ষা-উপমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় কারাবন্দিদের জন্য ২০টি এলইডি টেলিভিশন প্রদান করেন তিনি।

রোববার (২১ এপ্রিল) দুপুরে তিনি কারাগার পরিদর্শনে যান। এ সময় মহিবুল হাসান চৌধুরী নওফেল কারাবন্দিদের খোঁজ-খবর নেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের সঙ্গেও সময় কাটান শিক্ষা-উপমন্ত্রী। শিশুদের মাঝে চকলেট বিতরণ করেন তিনি।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার মো. কামাল হোসেন বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন শিক্ষা-উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি কারাবন্দিদের জন্য ২০টি এলইডি টেলিভিশন প্রদান করেছেন। শিশুদের মাঝে চকলেট বিতরণ করেন।

এ সময় চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক একেএম ফজলুল হক, সিনিয়র জেলা সুপার মো. কামাল হোসেন, বেসরকারি কারা পরিদর্শক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, আজিজুর রহমান, আবদুল মান্নান, আবদুল হান্নান লিটনসহ অন্যরা উপস্থিত ছিলেন।