ডাবুয়া রাবার বাগানে সাফল্যের হাতছানি

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের হিংগলা, সুড়ঙ্গা, মেলুয়া, নন্দগাও, উত্তর আইলী খীল, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আইলী খীল, ওয়াহেদের খীল, এলাকায় ২ হাজার ৪শত ১৬ একর পাহাড়ী জমিতে ডাবুয়া রাবার বাগান ।

ডাবুয়া রাবার বাগান বিভিন্ন সমস্যা মোকাবেলা করে রাবার উৎপাদন করে আসছে । ডাবুয়া রাবার বাগানের মধ্যে ২লাখ রাবার গাছ রয়েছে । ২লাখ রাবার গাছের মধ্যে ১লাখ ১ হাজার রাবার গাছ থেকে প্রতিদিন ৪হাজার ৫শত কেজি রাবার উৎপাদন হয় । উৎপাদিত ৪হাজার ৫শত কেজি রাবারের খসঁ থেকে প্রক্রিয়াজাত করে প্রতিদিন ১হাজার ১শত ২৫ কেজি শুকনা রাবার উৎপাদন করা হচ্ছে । প্রতি কেজি ৩শত ৫০ টাকা করে ১হাজার ১শত ২৫ কেজি থেকে প্রতিদিন ৩লাখ ৯৩ হাজার ৭শত ৫০ টাকা আয় করছে ডাবুয়া রাবার বাগান । ডাবুয়া রাবার বাগানের ২লাখ রাবার গাছের মধ্যে জীবন চক্র হারানো রাবার গাছ রয়েছে ৩২ হাজার ৯৪৬টি । অবশিষ্ট ১লাখ ৬৭ হজার ৫৪টি রাবার গাছের মধ্যে ১লাখ ১ হাজার রাবার গাছ থেকে প্রতিদিন রাবার উৎপাদন হচ্ছে। অবশিষ্ট ৩৩ হাজার রাবার গাছ নতুন সৃজন করা হয়েছে । ডাবুয়া রাবার বাগানের ম্যানেজার শোভন কান্তি শাহা বলেন, এবৎসর ডাবুয়া রাবাবার বাগোনের রাবার উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে ২শত ৯৫ মেট্রিক টন । লক্ষ্যমাত্রা ছড়িয়ে যাবে বলে আমা করছেন ডাবুয়া রাবার বাগানের ম্যানেঝার শোভন কান্তি শাহা। ডাবুয়া রাবার বাগানের ম্যানেজার মৈাভন কান্তি শাহা আরো বলেন, ডাবুয়া রাবার বাগানে কর্মকর্র্তা কর্মচারী সংকট রয়েছে । ২জন কর্মকর্তা ৭০ জন শ্রমিক দৈনিক ভিত্তিত্বে ১শত ১৫ জন শ্রমিক নিয়ে বিশাল আয়তনের রাবার বাগান থেকে প্রতিদিন রাবার উৎপাদন করা হচ্ছে । জনবল সংকট নিরসন হলে ডাবুয়া রাবার বাগানের রাবার উৎপাদন আরো দ্বিগুন বৃদ্বি করা যাবে ।