মাইজভাণ্ডারী একাডেমির চতুর্দশ শিশু-কিশোর সমাবেশ

সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) ১১৬তম ওরস শরিফ উপলক্ষে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী একাডেমির ব্যবস্থাপনায় চতুর্দশ শিশু-কিশোর সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমন্যাসিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত শিশু-কিশোর অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, আজকের শিশু-কিশােররাই আগামী দিনে দেশ গঠনে ভূমিকা রাখবে। শিশুরা অনুকরণপ্রিয়। তারা যা দেখে তাই শেখে। তাই, শিশু বয়স থেকেই তাদের এমনভাবে গড়তে হবে যাতে তাদের জীবন লয়, সমৃদ্ধ ও আলােকিত হয়।

মাইজভাণ্ডারী মনীষী ও মহাত্মরা আমাদের বাতিঘর। মাইজভাণ্ডারী মহাত্মাদের জীবনাদর্শের আলােকে শিশু-কিশােরদের গড়তে পারলে তারাই একদিন আলােকিত মানুষ হিসেবে বেড়ে উঠবে। গাউসুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) ও বিশ্বঅলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) সহ মাইজভাণ্ডারী আধ্যাত্মিক মনীষীগণ সর্বস্তরের মানুষকে শান্তি ও মুক্তির পথ দেখিয়ে গেছেন আজীবন।

মাইজভাণ্ডারী একাডেমির সচিব অধ্যাপক জহুর উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু-কিশোর সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য।

অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন গবেষণা বিভাগের অধ্যাপক মােহাম্মদ জসিম উদ্দিন, শাহজাদা সৈয়দ আহমদ মুনতাজির জিয়া, শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমােচন প্রকল্প (জাকাত তহবিল) পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী, মাইজভাণ্ডারী একাডেমির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত ও রসায়ন বিভাগীয় প্রধান প্রফেসর ড. হেলাল উদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, নােয়াখালী জেলা দায়রা জজ সৈয়দ মােহাম্মদ ফখরুল আবেদীন রায়হান, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।

বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন। কেরাত, হামদ-না’ত, দেশাত্মবােধক গান, মাইজভাণ্ডারী সঙ্গীত, নজরুল ও রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযােগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।