হামলার ঘটনায় মুনিরিয়া যুব তবলীগ কমিটির সদস্যদের আসামী করে মামলা দায়ের
নিউজচিটাগাং:: রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মোজ্জামেল হকের উপর হামলার প্রতিবাদে ১৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১টার সময় রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা রাউজান উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে । মিছিল শেষে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাখখাইন্যা পুকুর পাড় এলাকায় সড়কে ব্যরিকেড দিয়ে সড়ক অবরোধ করে দেয় । আওয়ামী লীগ নেতা মোজ্জামেল হকের উপর হামলাকারী মুনিরিয়া যুব তবলীগ কমিটির সদস্যদের গ্রেফতারের দাবীতে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা সড়ক অবরোধ করে রাখে । সড়ক অবরোধ চলাকালে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে যাত্রীবাহি বাস পণ্যবাহি ট্রাক সিএনজি অটোরিক্সা, জীপ মোটর সাইকেল চলাচল বন্দ্ব হয়ে যায় । শত শত যানবাহন আটকা পড়ে সড়কে । সড়ক অবরোধ চলাকালে বিক্ষুদ্ব আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা মুনিরিয়া যুব তবলীগ কমিটির তোরণ ও বিলবোর্ড ভাংচুর করে । বিক্ষোভ মিছিল ও অবরোধ চলাকালে রাউজান রাঙ্গুনিয়া সাকের্লের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্যাহ, রাউজান থানার ওসি তদন্ত মীর হোসেন, পুলিশের একাধিক দল জলকামান, সাজোয়া যান নিয়ে রাউজানের বিভিন্ন এলাকায় টইল দিতে দেখা যায় । এদিকে গতকাল ১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ নেতা মোজ্জামেল হকের উপর হামলাকারীদের গ্রেফতার করার দাবীতে দক্ষিন রাউজানের নোয়াপাড়া পথের হাটে চট্টগ্রাম কাপ্তাই সড়কে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা অবরোধ করে । অবরোধ চলাকালে চট্টগ্রাম কাপ্তাই সড়কে ও যানবাহন চলাচল বন্দ্ব হয়ে যায় । রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাউজান উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মোজ্জামেল হক গতকাল ১৭ এপ্রিল বুধবার বিকাল সাড়ে ৫ টার সময় রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের রমজান আলী হাট বাজার থেকে সড়ক পথে মোটর সাইকেল নিয়ে বাড়ীতে আসার পথে প্রকাশ্য দিবালোকে মুনিরিয়া যুবতবলীগ কমিটির অনুসারীরা গতিরোধ করে তার উপর হমালা করে । হামলায় আওয়ামী লীগ নেতা মোজ্জামেল হক মারাত্বক ভাবে আহত হয় । আহত অবস্থায় তাকে পাশ^বর্তী রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয়রা । মোজ্জামেল হকের অবস্থা আশংকাজনক হওয়ায় দাুিয়ত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় । মারাত্বক ভাবে আহত মোজ্জামেল হককে তার স্বজনেরা চট্টগ্রাম নগরীর মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যায় । চট্টগ্রাম নগরীর মেডিকেল সেন্টারে আহত আওয়ামী লীগ নেতা মোজ্জামেল হক চিকিৎসাধিন রয়েছে । আওয়ামী লীগ নেতা মোজ্জামেল হকের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা মোজ্জামেল হকের ভাই এনামুল কবির বাদী হয়ে রাউজান থানায় গতকাল ১৮ এপ্রিল বৃহস্পতিবার মামলা দায়ের করেন বলে রাউজান থানার সেকেন্ড অফিসার এস আই নুর নবী জানান । মামলার এজাহারে ১১ জন মুনিরিয়া যুব তবলীগ কমিটির সদস্যদের নাম উল্লেখ করে ও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা মুনিরিয়া যুব তবলীগ কমিটির অনুসারীদের আসামী করে মামলা দায়ের করা হয় । আওয়ামী লীগ নেতা মোজ্জামেল হকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ । হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযাণ চালিয়ে যাচ্ছে । হামলাকারীরা ঘটনার পর এরঅকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করতে পারেনি বলে রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্যাহ জানান । আওয়ামী লীগ নেতা মোজ্জামেল হকের উপর হামলার ঘটনার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা কাজী ইকবাল উপজেলা আওয়ামী লেিগর যুগ্ন সম্পাদক রাউজান পৌরসভার প্যনেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, সুমন কল্যান বড়ূয়া, সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম শাহজাহান, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, প্রিয়তোষ চৌধুরী, আলহাজ¦ নুরুল আমিন, সাইফুল ইসলাম চৌধুরী রানা, জসিম উদ্দিন, শোয়েব খান, যুবলীগ নেতা সুমন দে,দিপলু দে, তপন দে, কুতুব উদ্দিন, আলী মেহেদী রাজু, হাসান মোহাম্মদ রাসেল জিয়াউল হক রোকন, মুন্সি মিজান, ইসাহাক ইসলাম,হাসান মেহেদী রাজু, মনসুর আলম, এনামুল হক সাবের উদ্দিন, আসাদ, আবু ছালেক, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন পিপলু, আশিফ, নাসির উদ্দিন, সাজ্জাদ, আরমান সিকদার, ফযসল মাহমুদ প্রমুখ । রাউজান থানা পুলিশ ও এলঅকাবাসী কাছ থেকে জানা গেছে মুনিরিয়া যুবতবলীগ কমিটির অনুসারীদের হামলায় গত ২০০১ সালে রাউজান দারুল ইসলাম মাদ্রৃাসার পাশে রাউজানের উত্তর সর্তার ছাত্রসেনা নেতা নাঈম উদ্দিন নিহত হয়। মনিরিয়া যুবতবলীগ কমিটির অনুসারীদের হামলায় আহত হয় রাউজানের ডাবুয়া ইউনিয়নের হিংগলা নতুন পাড়া এলাকার আবদুল মন্নান, সুলতানপুর সৈয়দ আহম্মদ চৌধুরী বাড়ীর ফরহাদ, কাগতিয়ার যুবলীগ নেতা আনোয়ার হোসেন, কাগতিয়ার মাসুদ, গহিরা মোবারকখীল জামতল এলাকায় গাউছিয়া কমিটি বাংলাদেশ গহিরা মোবারকখীল শাখার উদ্যোগে মাহিফিল চলাকালে গাউচিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতেয়ারে উপর হামালা করে তাকে আহত করা হয় । গত একমাস পুর্বে রাউজানের মোহাম্মদপুর মোয়জ্ঝেম বাড়ী এলাকার হাফেজ মাওলানা নুরুল আবছারকে তার ঘরে প্রবেশ করে মুনিরিয়া যুবতবলীগ কমিটির অনুসারীরা বেদমভাবে প্রহার করে তাকে আহত করে। এর পর পর রাউজান মোহাম্মদপুর পানিচত্বরী এলাকার মরহুম আমির হোসেনের পুত্র দরিদ্র রিক্সাচালক শামশুল আলমকে বেদমভাবে প্রহার করে তাকে আহত করে, সর্বশেষ গত গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার বিকালে প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগ নেতা মোজ্জামেল হককে বেদমভাবে মারধর করে মারাত্বকভাবে আহত করে । আওয়ামী লীগ নেতা মোজ্জামেল হকের উপর হামলার নৈপথে রয়েছে । গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর মহিউল উলুম দাখিল মার্দ্রসায় মুনরিয়া যুবতবলীগ কমিটির মাহফিলকে কেন্দ্র করে । মার্দ্রসা পরিচালনা কমিটির সদস্য হিসাবে আওয়ামী লীগ নেতা মোজ্জামেল মার্দ্রসার শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেওয়ায় মুনিরিয়া যুবতবলীগ কমিটির অনুসারীরা তার উপর ক্ষিপ্ত হয়ে হামলা করে বলে আওয়ামী লীগ নেতা মোজ্জামেল হকের সহপাঠি যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাসের জানান । আওয়ামী লীগ নেতা মোজ্জামেল হকের উপর হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীরা সড়ক অবরোধ কর্মসুচি রিপোর্ট লেখা সময়ে পযন্ত সড়কে অবরোধ চলছে ।