‘নিশ্চিত বিজয়ী ছিনিয়ে নেওয়া হয়েছে’- স্বতন্ত্র প্রার্থী গিয়াস

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনারস প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন সোহেলে ভোট বর্জন করেছেন। বুধবার, ৫ জানুয়ারি দুপুর ২টায় বোয়ালখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ভোট বর্জনের কথা জানান। এ সময় তিনি বলেন, সকালে এলাকাবাসী স্বতস্ফূর্তভাবে ভোট দিলেও সময় গড়ানোর সাথে সাথে শাকপুরা ৪টি কেন্দ্র দখল করে নেয় নৌকার প্রতীকের কর্মীরা। চেয়ারম্যানের ব্যালেটে নৌকা প্রতীক সীল দিয়ে তা বাক্স ভর্তি করতে দেখা গেছে। এর প্রতিবাদ জানালেও কোনো সুরাহা পায়নি। প্রশাসন নিশ্চুপ ছিলো জানিয়ে তিনি আরো বলেন, ৪নং ওয়ার্ডে বাধা দেওয়া আমার ওপর হামলা হয়েছে। আমাকে রক্ষা করতে গিয়ে আমার এক কর্মী মাথায় আঘাত পেয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির করা হয়েছে। কেন্দ্র দখল, হামলা ও ভোটারদের ভোট দিতে না দিয়ে নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে গিয়াস বলেন, এর বিচার আল্লাহর কাছে দিলাম। শাকপুরাবাসীর কাছে কৃতজ্ঞা জানিয়ে তিনি বলেন, এলাকাবাসী যে ভালোবাসা দেখিয়েছেন তা জীবনেও ভুলবো না।