‘দামপাড়া’র শুটিং শুরু

মুক্তিযুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা রাখা কর্মরত শহীদ শামসুল হকের ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘দামপাড়া’ নামের একটি সিনেমা। এটি প্রযোজনা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গতকাল ‘দামপাড়া’ নামক নতুন এ সিনেমার শুটিংয়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় প্রথম লটের শুটিং শুরু হচ্ছে। ছবিতে শামসুল হক চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস এবং তার বিপরীতে স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় থাকবেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সিএমপি’র জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহাদাত হুসেন রাসেল জানিয়েছেন, শুক্রবার থেকে শুটিং শুরু হবে। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আনন জামান। পরিচালনা করছেন শুদ্ধমান চৈতন।

১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর লালদীঘিতে পুলিশ সদর দপ্তরে স্থাপন করা হয় কন্ট্রোলরুম। সেখানে প্রতিনিয়ত নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বৈঠকে মিলিত হতেন এবং এসপি শামসুল হকের সঙ্গে পরিকল্পনা করতেন। ২৬শে মার্চ চট্টগ্রাম এলাকার সেনাবাহিনী, ইপিআর, পুলিশের সমন্বয়ে মুক্তিবাহিনী গঠিত হয়। ওই সময় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে বেঙ্গল রেজিমেন্টের ২০০ সদস্য নগরের দামপাড়া পুলিশ লাইন্সে আশ্রয় নেয়। পরে এসপি শামসুল হকের নির্দেশে রাজনৈতিক নেতা ও মুক্তিযোদ্ধাদের হাতে পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ তুলে দেয়া হয়। ২৬, ২৭ ও ২৮শে মার্চ পুলিশ লাইন্সে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হয়। ২৯শে মার্চ পুলিশ লাইন্সের দক্ষিণ-পূর্ব দিক এবং উত্তর-পূর্ব দিক থেকে পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ করে। তারা ভারী মেশিনগান এবং তিনইঞ্চি মর্টার ব্যবহার করে। পরদিন সকাল ৬টার দিকে গোলাবারুদের অভাবে পুলিশ সদস্যদের প্রতিরোধ ভেঙে পড়ে এবং তাদের একটি বড় অংশ শাহাদাৎবরণ করেন। এরপর ১৭ই এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী এসপি শামসুল হককে গ্রেপ্তার করে সার্কিট হাউজে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে।