বাস চাপায় রাহাত আলী স্কুলের দুই ছাত্র আহত, অবরোধ

বাস চাপায় পটিয়া রাহাত আলী হাই স্কুলের দুই ছাত্র আহত হয়েছে।

আহত হওয়ার ঘটনায় পটিয়া সদরে স্কুল শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে। আহতরা হলেন রিয়াদ ও রিজভী। তারা আবদুস সোবহান রাহাত আলী হাই স্কুলের নবম শ্রেনীর ছাত্র এবং দুইজনই সহোদর। তাদের বাড়ি হাইদগাও ইউনিয়নে। তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।