বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ কর্তৃক স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও শিক্ষকদের সম্মাননা প্রধান অনুষ্ঠানে-বক্তারা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৫০ বছরের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে শিক্ষকগণের অবদান অবশ্যই স্মরণীয়। মুক্তিযুদ্ধের শুরু থেকে আজ অবদি শিক্ষকগণ অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে পাওয়া না পাওয়ার বেদনা নিয়েও মানুষ গড়ার কারিগর হিসেবে দেশের সুনাগরিক গড়তে শিক্ষকগণ পরিশ্রম দিয়ে যাচ্ছেন। এবং আজ যারা কর্মজীবন হতে অবসরে যাচ্ছেন তারাও তাদের কর্মের মাধ্যমে শিক্ষাঙ্গণে আজীবন শ্রদ্ধাশীল হয়ে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের এস. রহমান হলে আয়োজিত মহান বিজয় দিবস ও সদ্য অবসর প্রাপ্ত শ্রদ্ধেয় শিক্ষকগণের বিদায়ী সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন আজকের নব প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার জন্য বর্তমান শিক্ষকদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। সংগঠনের চট্টগ্রাম বিভাগের সভাপতি ড. মোঃ মোজাহেরুল আলমের সভাপতিত্বে প্রভাষক ফজিলাতুন্নেছা ডলির সঞ্চালনায় সংগঠনের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি আতাউর রহমান। বিশেষ আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. এম. আহমদ আলী মল্লিক। আরও বক্তব্য রাখেন অধ্যাপক মনোজ কুমার দে, অধ্যাপক মোঃ বেলাল উদ্দিন, অধ্যাপক জোবাইদা খাতুন, অধ্যাপক নুরুল মোমেন, অধ্যাপক সন্তোষ কুমার শীল, অধ্যাপক ভবতোষ বিশ্বাস, অধ্যাপক মিল্টন রায় চৌধুরী, অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী, বিদায়ী শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক রিদুওয়ানুল হক, অধ্যাপক মোঃ আলী, অধ্যাপক তুষার কান্তি দাশ, তাহমিনা শাহেদা আক্তার, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করেন মোঃ ইসমাইল জীম, গীতা পাঠ করেন প্রভাষক রাজীব ঘোষ। অনুষ্ঠানে দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পী রোটারীয়ান শিল্পী শিলা চৌধুরী। কবিতা আবৃত্তি করেন আরেফা ইসলাম রাফিয়া, নৃত্য পরিবেশনায় ফাবিয়া ফাইরুজ ফারিয়া সাইয়েরা। অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী শিক্ষকদের সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।











