আবু সুফিয়ানকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান কে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান কে মনোনয়ন দেওয়ার দাবিতে আজ ২৭শে নভেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০টায় নগরীর বহদ্দারহাট চত্বরে তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।মিছিল পরবর্তী এক সমাবেশ পাঁচলাইশ থানা যুবদল নেতা মোহাম্মদ আলী সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন,আবু সুফিয়ান রাজপথের একজন পরীক্ষিত নেতা।দলের সকল সংকটময় মুহূর্তে সম্মুখভাগে নেতৃত্ব দিয়ে তিনি দলের হাল ধরার পাশাপাশি দলকে সুসংগঠিত করেছেন।সরকারের হামলা-মামলা,গ্রেফতার ও জুলুম-নির্যাতনের শিকার নেতাকর্মীদের বটবৃক্ষের মতন ছায়া দিয়ে তাদের আর্থিক ও আইনি সহায়তার ব্যবস্থা করছেন।স্কুল জীবন থেকে রাজনীতীর হাতেকড়ি এই নেতা ৯০ই এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন,৯৬ এ হাসিনা বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আজ অবধি রাজপথে নেতৃত্ব দিয়ে চলেছেন।দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের পক্ষে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শত মামলার আসামী হওয়ার পাশাপাশি অসংখ্যবার তাকে কারাবরণ করতে হয়েছে।তাই চট্টগ্রাম-৮ আসনে মাঠের এই ত্যাগী নেতা ছাড়া অন্য কোন প্রার্থী মেনে নেওয়া হবেনা।
নেতৃবৃন্দ আরোও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতীয়তাবাদী শক্তির জন্য অগ্নিপরীক্ষা।দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্তির আন্দোলনের অংশ হিসেবে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন। চট্টগ্রাম-৮ আসনে নির্বাচন করার জন্য চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আবু সুফিয়ান মনোনয়ন পাবেন তা সাধারণ জনগণ ও সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে।একজন তৃণমূলের কর্মীবান্ধব যোগ্য ও ত্যাগী নেতা দলের মনোনয়ন পাবে এটাই সকলের প্রত্যাশা।অন্যথায় দল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্থ হবে এবং আগামীতে ত্যাগী ও যোগ্য নেতৃত্বের বিকাশ ঘটবেনা।তাই আমরা তৃনমূল পর্যায়ের সর্বস্থরের নেতাকর্মীরা আবু সুফিয়ানকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির নীতিনির্ধারকদের প্রতি জোর দাবি জানাই।
এসময় শত শত নেতাকর্মীকে ব্যানার,পেস্টুন নিয়ে মিছিল করে,মিছিলটি বহদ্দারহাট চত্বর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে বাস টার্মিনাল গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন ন্যাপ চট্টগ্রাম মহানগর সভাপতি ওসমান গণি সিকদার,৩নং পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আবু,চান্দগাঁও থানা যুবদল নেতা গোলজার হোসেন,আরিফুল ইসলাম,৬নং পূর্বশোলশহর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম,৬নং পূর্বষোলশহর ওয়ার্ড যুবদল সভাপতি মনছুর আলম,৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃআকতার,সাইদুল ইসলাম,মোঃইসকান্দর,মোঃরাজন,আলী হোসেন,আলমগীর টিটু,মোঃআলম,মহানগর ছাত্রদল নেতা সাজিদ হাসান রনি,আবু বক্কর রাজু,মোরশেদ কামাল,সাহাবুদ্দিন সিহাব,মোঃশহীদুজ্জামান,রাশেদ খান টিপু,মনছুর আলম,নুরুল আলম সানাবী,মেঃ এনাম,আব্দুর রশিদ,আনিসুজ্জামান,শহীদুল ইসলাম ছোটন,দিদারুল আলম,মোঃ নাছির,মোঃ জহিরুল ইসলাম,সাদ্দাম হোসেন,আনিসুর রহমান ইমন,আতিকুর রহমান,আনোয়ার হোসেন বাদশা,মোঃ ইছা,জয়নাল আবেদীন,মোঃরুবেল,মোঃমান্নান,কাইছার,সাইদুল হোসেন ইমন সহ শত শত নেতাকর্মী।
ক্যাপশনঃ চট্টগ্রাম-৮ আসনে আবু সুফিয়ান কে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ।