বুদ্ধিজীবী দিবসে মোস্তফা-হাকিম ফাউন্ডেশনের শ্রদ্ধা নিবেদন

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজ চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলম।
এসময় মনজুর আলম বলেন, ১৯৭১ সালের এই দিনে ঘাতকেরা নিজেদের পরাজয় নিশ্চিত জেনে এক ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল। এ দেশকে মেধা শূন্য করতে দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। ৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের মাত্র দুই দিন আগে ইতিহাসের ঘৃণ্যতম হত্যাযজ্ঞ চালায় তারা। এদেশের শ্রেষ্ঠ সন্তানদের চোখ বেঁধে বাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করে। আজ আমরা গভীরভাবে তাঁদের স্মরণ করছি।

পরে বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এতে উপস্থিত ছিলেন, উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক আবু ছগির, অধ্যাপক কাজি মাহবুবুর রহমান, কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ প্রমুখ।