পলিথিন ব্যবহার করায় ৯ দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমান

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আজ শনিবার মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। পলিথিন মুক্ত পরিবেশ বান্ধব নগর গড়ার লক্ষ্যে কাজীর দেউরি বাজার, চকবাজার ও কর্ণফুলী বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফাবেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে কর্ণফুলী বাজারের সাত দোকান ও চকবাজারের দুই দোকান থেকে পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পলিথিন ব্যাগ জব্দ করা হয় এবং নয় দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশের জন্যে ক্ষতিকর পলিথিন বর্জন করার জন্য বাজারের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণকে নির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।