বর্ণিল আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। মঙ্গল শোভাযাত্রা, চিরায়ত বাংলা গান, রম্য বিতর্ক, হাডুডু-বউচি খেলা, পুতুল নাচ সহ নানা আয়োজনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার (১৪ এপ্রিল) সকালে উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এরপর শহীদ আব্দুর রব হল মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, চিরায়ত বাংলা গানের আসর, রম্য বিতর্ক উৎসব।
বুদ্ধিজীবী চত্বরে হাডুডু খেলা, চাকসু প্রাঙ্গণে বউচি খেলা এবং জারুল তলায় পুতুল নাচ অনুষ্ঠিত হয়।
পহেলা বৈশাখকে কেন্দ্র করে লাল-সাদা-হলুদ সহ নানা রঙের শাড়ি-পাঞ্জাবি পরে সকাল থেকেই বাংলা নববর্ষ উদযাপনে মেতে উঠেন শিক্ষক-শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রাতাদের পদচারণায় পাহাড়ে ঘেরা সবুজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে উঠে রঙিন।
পহেলা বৈশাখ উপলক্ষে ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন বিজয়, সিএফিসি, সিক্সটি নাইন, ভিএক্স, একাকার, উল্কা, বাংলার মুখ, রেড সিগনাল, এফিটাফ র্যালি ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকেও আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মুরশেদ রিপন বাংলানিউজকে জানান, পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে নববর্ষকে বরণ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।