শীঘ্রই আরব রাষ্ট্রগুলোর মিত্র হতে চলেছে ইসরাইল

আরব রাষ্ট্র বাহরাইনের সঙ্গে স¤পর্ক স্থাপনে আগ্রহী ইসরাইল। ইসরাইলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা। ইসরাইলের চ্যানেল টু জানিয়েছে, আরব রাষ্ট্র চাদের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় এমন ইচ্ছার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। এটিই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র চাদের কোনো প্রেসিডেন্টের প্রথম ইসরাইল সফর। রোববার প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি জেরুজালেমে পদার্পন করেন। তার সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্ট নেতানিয়াহু বলেন, ইসরাইলের প্রতি আরব রাষ্ট্রগুলোর দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে তারা আলোচনা করেছেন। এ সময় তিনি গত মাসে তার ওমান সফরের কথা উল্লেখ করেন। সে সফরে নেতানিয়াহুকে ওমানের সুলতান সায়িইদ কাবুস তার রাজ প্রাসাদে আমন্ত্রন জানিয়েছিলেন।
রোববার নেতানিয়াহু সাংবাদিকদের জানান, অন্যান্য আরব রাষ্ট্রগুলোতেও শীঘ্রই একইরকম সফর করতে যাচ্ছেন তিনি। হানি মারযুক নামে একজন মুখপাত্র বলেন, আরব রাষ্ট্রগুলোর ইসরাইলের সঙ্গে স¤পর্কোন্নয়ন প্রমাণ করে আমরা ইতিহাসের ভুল শুধরাতে সঠিক পথেই আছি। এসময় তিনি জানান, আরব রাষ্ট্র বাহরাইন এখন নেতানিয়াহুর পরবর্তী গন্তব্য। ইসরাইল মনে করে আরব বিশ্ব বৃহৎ ও বৈচিত্রময়। তাই আমরা আরব বিশ্বের সঙ্গে স¤পর্কোন্নয়নে আগ্রহী।

এদিকে, ইসরাইলের অর্থমন্ত্রী এলি কোহেনকে আমন্ত্রন জানিয়েছে বাহরাইন। আগামী বছর সেখানে বিশ্বব্যাংক আয়োজিত এক অর্থনৈতিক সম্মেলনে যোগ দেবেন তিনি। এখনো প্রকাশ্যে শুধুমাত্র মিশর ও জর্ডানের সঙ্গে ইসরাইলের কুটনৈতিক স¤পর্ক রয়েছে। তবে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন আরব রাষ্ট্রগুলোর সঙ্গে শীঘ্রই স¤পর্ক স্থাপিত হতে চলেছে। অপরদিকে, ইরানকে মোকাবেলা করতে আরব রাষ্ট্রগুলোও ইসরাইলের সঙ্গে মিত্রতা স্থাপনে আগ্রহী হয়ে উঠেছে।