চান্দগাঁও থানার খাজা রোডের খালাসী পুকুর পাড় এলাকায় ক্রিকেট ব্যাটের আঘাতে মো. ইয়াকুব (৫৬) নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, যারা আসামি তারা গাছের ব্যবসা করে। পাশাপাশি বাড়ি, বাড়ির সামনে একটা স্পিডব্রেকার বানানো হয়। সেটা ছিল কাঁচা। গাছের ব্যবসা যারা করেন তারা গাছের গাড়ি নিয়ে গেছেন। নিয়ে যাওয়াতে স্পিডব্রেকার নষ্ট হয়েছে। এটা নিয়ে ইয়াকুবের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়েছে। ইয়াকুব তাদের গলাগালি কেন করলি বলে বাবা-ছেলে গিয়ে একটি ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করেন। ইয়াকুব মাটিতে পড়ে যান। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ হাসপাতালের মর্গে আছে। ঘটনায় জড়িত চারজনের নাম পেয়েছি, তাদের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।











