কোতোয়ালী থানার মামলায় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। তিনি যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।
উল্লেখ্য, কোতোয়ালী থানার একটি রাজনৈতিক মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তাকে জেলা হাজতে প্রেরণের আদেশ দেন।
মামলা পরিচালনা করেন চট্টগ্রাম বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম মহানগর যুবদলের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নাজমুল হাসান সিদ্দিকী।











