হযরত মোহাম্মদ (স.) মানবজাতির এক অনুকরণীয় আদর্শ

চর চাক্তাই নয়া মসজিদ মাঠে মিলাদুন্নবী মাহফিলে-ডা. শাহাদাত হোসেন 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিশ্ব মানবের নিকট এক আলোকিত বিস্ময় হযরত মুহাম্মদ (সা.)। তিনি পরম সত্যের সন্ধানে নিজেকে নিয়োজিত রেখে ৪০ বছর বয়সে নবুয়াত লাভ করেন। কঠোর সংগ্রামের মধ্যে দিয়ে তিনি তওহীদের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেন। অনন্য সাধারণ ব্যক্তি, সৃষ্টির প্রতি অগাধ প্রেম ও ভালবাসা, অতুলনীয় বিশ্বস্ততা, সীমাহীন দয়া ও ক্ষমার জন্য তিনি মানবজাতির এক অনুকরণীয় আদর্শ। আমরা সবাই যেন নিজেদের জীবনে তাঁর আদর্শ ও কর্মজীবন অনুসরণ করে সত্যিকার মুমিন মুসলমান হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আল আমিনের নিকট মুনাজাত করি। তিনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও আশু রোগমুক্তি কামনায় চট্টগ্রামবাসীর নিকট দোয়া কামনা করেন। তিনি গতকাল বুধবার (২৪ নভেম্বর) বাদে এশা চর চাক্তাই নয়া মসজিদ সংলগ্ন মাঠে ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল এন্তেজামিয়া কমিটির উদ্যোগে আজিমুশশান মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আল্লাহ পবিত্র মহাগ্রন্থ আল কোরআন মহানবী (সা.) এর ওপর অবতীর্ণ করেন, যা মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির যাবতীয় নির্দেশাবলী অনুসরণের মাধ্যমে মানুষকে পরিপূর্ণ ও মর্যাদাশীল করে তোলে। কিন্তু মুসলমানদের মধ্যে অনৈক্যের কারণে বিশ্বের দেশে দেশে মুসলমানরা আজ নির্যাতিত হচ্ছে। তাই বুকে ঈমানী শক্তি ও নবী প্রেম জাগ্রত করে সকলে ঐক্যবদ্ধ হলে কোন অপশক্তি মুসলমানদের উপর নির্যাতন চালাতে সাহস করবে না। বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক হাজী মো. নবাব খানের সভাপতিত্বে ও মো. ইউছুপ মাষ্টারের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আহমদুল্লাহ ফোরকান খান আল কাদেরী, বিশেষ আলোচক ছিলেন আন্জুমানে আহমদিয়া জাহাঙ্গীরীয়া সুন্নিয়া মসজিদ মাদ্রাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী। উপস্থিত ছিলেন মাহফিল পরিচালনা কমিটির সদস্য মো. জসিম উদ্দিন, আবদুস ছোবহান, মো. সিরাজ, আনোয়ার হোসেন, আবদুল্লাহ খান, মো. ইউনুছ, মো. বেলাল, ইয়াকুব খান, মো. শফিক, আবদুল শুক্কর, ওমর ফারুক, আইয়ুব খান, নুর উদ্দিন খান, মো. মহিউদ্দীন প্রমূখ।